ada

Agreement signing ceremony between LEADS Corporation Limited and Citizens Bank PLC for Core Banking Solution

Agreement

Agreement signing ceremony between LEADS Corporation Limited and Citizens Bank PLC for Core Banking Solution

Citizens Bank PLC (CBPLC) signed an agreement with LEADS Corporation Limited for their Core Banking Solution (CBS), “BankUltimus”.

Managing Director of CBPLC, Mr. Mohammad Masoom and Managing Director (CC) of LEADS, Mr. Anisur Rahman Khan signed the Agreement of Software License and Services.

In that occasion, Honorable SEVP & Head of Business of CBPLC, Mr. Mohammad Iqbal, Company Secretary Mr. Md. Waheed Imam, SVP & CTO of CBPLC Mr. Kazi Md. Ehasanuzzaman, Divisional Head of SSD & CSSD Mr. Mohammed Ashrafuzzaman of LEADS and Other High Officials of CBPLC & LEADS were present.

সিটিজেন্স ব্যাংক পি.এল.সি (সি.বি.পি.এল.সি) লীডস্ করপোরেশন লিমিটেড এর প্রস্তুতকৃত “ব্যাংক-আল্টিমাস” কোর ব্যাংকিং সল্যুশন (সি.বি.এস) ব্যাবহার করার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। “ব্যাংক-আল্টিমাস” কেন্দ্রীয় ডাটাবেজ এবং ওয়েব ভিত্তিক আর্কিটেকচারের আওতাধীন সম্পূর্ণ সমন্বিত ও প্যারামিটার ভিত্তিক কোর ব্যাংকিং সফটওয়্যার সল্যুশন। এই পূর্ণাঙ্গ সল্যুশন ব্যবহার করে সি.বি.পি.এল.সি তার গ্রাহকদের কার্যকর ও যুগোপোযোগী আর্থিক সেবা দিতে সক্ষম হবে।

সি.বি.পি.এল.সি এর সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মাদ মাছুম এবং লীডস্ এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুর রহমান খান অদ্য ১৬ই জুন ২০২১, স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি.বি.পি.এল.সি এর মাননীয় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মাদ ইকবাল, কোম্পানী সেক্রেটারী জনাব মোঃ ওয়াহেদ ইমাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড সি.টি.ও জনাব কাজী মোঃ এহ্সানুজ্জামান, লীডস্ এর এস.এস.ডি ও সি.এস.এস.ডি বিভাগের প্রধান জনাব মোহাম্মাদ আশরাফুজ্জামান এবং সি.বি.পি.এল.সি ও লীডস্ এর কর্মকর্তাবৃন্দ।

Learn more about BankUltimus (Core Banking Solution): https://leads.com.bd/core-banking-solution/

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *