WhatsApp Image 2022-11-24 at 4.31.24 PM

Agreement signing ceremony between LEADS Corporation Ltd and Union Capital Ltd. for Core Financial Solution

Agreement

Agreement signing ceremony between LEADS Corporation Ltd and Union Capital Ltd. for Core Financial Solution

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, লিডস করপোরেশন লিমিটেড এর প্রস্তুতকৃত কোর ফাইনান্সিয়াল সল্যুশন – “ফিন-আল্টিমাস” ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। “ফিন-আল্টিমাস” কেন্দ্রীয় ডাটাবেজ এবং ওয়েব ভিত্তিক আর্কিটেকচারের আওতাধীন সম্পূর্ন সমন্বিত ও প্যারামিটারভিত্তিক এনবিএফআই সফটওয়্যার সল্যুশন। এই র্পূণাঙ্গ সল্যুশন ব্যবহার করে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড তার গ্রাহকদের কার্যকর ও উন্নত আর্থিক সেবা দিতে সক্ষম হবে।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর এমডি এবং সিইও, জনাব এএনএম গোলাম সাব্বির এবং লিডস করপোরেশন লিমিটেড এর এমডি এবং সিইও, জনাব শেখ এ ওয়াহিদ, নভেম্বর ২৩, ২০২২ তারিখে, স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও লিডস করপোরেশন লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *